বহুল প্রতিক্ষিত হলি আর্টিসান মামলার রায় আজ


প্রকাশিত:
২৭ নভেম্বর ২০১৯ ২৩:২৮

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৩১

বহুল প্রতিক্ষিত হলি আর্টিসান মামলার রায় আজ

প্রভাত ফেরী ডেস্ক: গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা হবে আজ। দুপুর ১২ টার দিকে রায় ঘোষণা করবেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান।



রায়ের উদ্দেশে সকাল ১০ টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এ মামলার আসামিদের আদালতে আনা হয়েছে। আসামীদের এজলাসে উঠানো হবে দুপুর পৌনে ১২টার দিকে। আর ১২ টার দিকে রায় ঘোষণা করবেন আদালত।



ঢাকার আদালতের উপ-পুলিশ কমিশনার (ডিসি প্রসিকিউশন) জাফর হোসেন বলেন, 'হলি আর্টিজান মামলার রায় উপলক্ষে ডিএমপির দুই অতিরিক্ত পুলিশ কমিশনার আদালত পাড়া পর্যবেক্ষণ করেছেন। তারা নিরাপত্তা বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেবেন। হামলার কোন আশঙ্কা নেই। তবুও আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।'



আদালত সূত্রে জানা যায়, মামলা দায়েরের তিন বছর চার মাস পর আজ রায় ঘোষণা করা হবে। মামলায় মোট ২১১ জন সাক্ষীর মধ্যে ১১৩ জন বিভিন্ন সময় সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষ আশা করছে এ মামলার আট আসামির মধ্যে সবারই মৃত্যুদণ্ড হবে।



এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বলেন, আমরা প্রমাণ করতে পেরেছি যে আসামিরা অপরাধী। তাই আমরা আশা করছি, ৮ আসামির সর্বোচ্চ শাস্তির আদেশ দেবেন বিচারক।



আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সাক্ষীর জেরা ও যুক্তি উপস্থাপনে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি আসামিরা অপরাধ করেননি। তাই আমরা রায়ে আদালতের কাছে ন্যায় বিচার চাই।



ঢাকা মহানগর আদালতের হাজতখানার ওসি মঈনুল ইসলাম বলেন, 'হাজতখানা থেকে এজলাসে আসামিদের আনা-নেওয়ার ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।'


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top