বর্তমান সময়ে লবিংয়ে ব্যস্ত বিশ্ববিদ্যালয় শিক্ষকরা: রাষ্ট্রপতি
প্রকাশিত:
১ ডিসেম্বর ২০১৯ ০৮:৪১
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৪৯

প্রভাত ফেরী ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিক্ষকদের উদ্দেশে বলেছেন, মনে রাখবেন, আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সাধারণ মানুষ আপনাদেরকে সম্মান ও মর্যাদার উচ্চাসনে দেখতে চায়। তাই ব্যক্তিগত চাওয়া-পাওয়ার জন্য নীতি ও আদর্শের সাথে আপস করবেন না। ব্যক্তি স্বার্থের কাছে আদর্শ যাতে ভূলুণ্ঠিত না হয় সে দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে।
তিনি বলেন, সম্প্রতি গণমাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে যেসব খবর ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা দেখে আচার্য হিসেবে আমাকে মর্মাহত করে। আজকাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে, শিক্ষকরা প্রশাসনের বিভিন্ন পদ-পদবি পাওয়ার লোভে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে ঠিকমতো অংশ না নিয়ে বিভিন্ন লবিংয়ে ব্যস্ত থাকেন। অনেকে আবার নিজেদের স্বার্থসিদ্ধির জন্য শিক্ষার্থীদের ব্যবহার করতেও পিছপা হন না। ছাত্র-শিক্ষক সম্পর্ক ভুলে গিয়ে পারস্পরিক স্বার্থসংশ্নিষ্ট লেনদেনে সম্পৃক্ত হন। এটি অত্যন্ত অসম্মানের ও অমর্যাদাকর।
শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তনে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সমাবর্তনে গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, তোমরা দেশের উচ্চতর মানবসম্পদ। তোমাদের ওপর দেশের ভবিষৎ ও অগ্রগতি নির্ভর করছে। কখনও অর্জিত ডিগ্রির মর্যাদা, ব্যক্তিগত সম্মানবোধ আর নৈতিকতাকে ভুলণ্ঠিত করবে না। সবসময় সত্য ও ন্যায়ের পথে নিজেকে সমুন্নত রাখবে।
সমাবর্তনের বক্তা ভারতের পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রঞ্জন চক্রবর্তী বলেন, গ্র্যাজুয়েটদের চিন্তাহীন কাঠামো পরিবর্তন করতে হবে। দায়িত্ব ও অঙ্গীকার নিয়ে দেশের জন্য কাজ করতে হবে।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা পশ্চিমবঙ্গ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডারে সমাবর্তন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। মার্কিন যুক্তরাষ্ট্রে সমাবর্তনকে কমেন্সমেন্ট বলা হয়। কারণ, তোমরা তোমাদের অর্জিত শিক্ষাকে সমাজের কল্যাণের উদ্দেশ্যে আজ নতুন যাত্রা সূচনা করছো। প্রার্থনা করি, তোমরা দেশের প্রতি তোমাদের কর্তব্য সম্পূর্ণভাবে অনুধাবন করবে। সর্বোপরি সমগ্র বিশ্বকে আমাদের সবার শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্র রূপে গড়ে তুলতে সদর্থক ভূমিকা পালন করবে।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: