জি কে শামীমের সঙ্গে সম্পর্ক: ফেঁসে যাচ্ছেন গণপূর্তের ১১ প্রকৌশলী
প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০১৯ ০৮:৩৮
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:৩২

প্রভাত ফেরী ডেস্ক: জি কে শামীমের সঙ্গে যুক্ত হয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এবার ফাঁসতে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের ১১ প্রকৌশলী। এর আগেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এরকম আভাস দিলেও তাদের নাম প্রকাশ করেননি। তবে গতকাল মঙ্গলবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করার পর বিষয়টি সবার সামনে চলে এসেছে।
দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠির প্রেক্ষিতে জানা যায়, তলব করা গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে, দুই তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোকন উদ্দিন আবদুল মোমেন চৌধুরী এবং নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমাকে ১৮ ডিসেম্বর সকালে দুদকে হাজির হতে বলা হয়েছে। একই চিঠিতে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শওকত উল্লাহ, মোহাম্মদ ফজলুল হক, আবদুল কাদের চৌধুরী ও মো. আফসার উদ্দিনকে ১৯ ডিসেম্বর হাজির হতে বলা হয়েছে। এছাড়া নির্বাহী প্রকৌশলী মো. ইলিয়াস আহমেদ, ফজলুল হক ও উপসহকারী প্রকৌশলী আলী আকবর সরকারকে তলব করা হয়েছে ২৩ ডিসেম্বর।
দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য জানান, তাদের বিরুদ্ধে জি কে শামীমের সঙ্গে যোগসাজশের অভিযোগ আছে। তাদের ঘুষ দিয়ে শামীম গণপূর্তের বড় কাজগুলো বাগিয়ে নিয়েছেন। একই অভিযোগ আছে গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম ও হাফিজুর রহমান মুন্সী এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল হাইয়ের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে। তিনি জানান, চলমান ‘শুদ্ধি অভিযান’ এর প্রথম থেকে দুদক অবৈধ সম্পদের যে অনুসন্ধান শুরু করেছে, তার অংশ হিসেবে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও দিয়েছে সংস্থাটি।
আপনার মূল্যবান মতামত দিন: