সচিবালয়কে ‘নীরব এলাকা’ ঘোষণা, হর্ন বাজালেই শাস্তি


প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০১৯ ২২:২৭

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:২৫

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: আজ থেকে সচিবালয়ের চারপাশের এলাকাকে নিরব জোন বা হর্ণবিহীন (No Horn Zone) এলাকা হিসেবে কার্যকর করা হবে। এই এলাকায় সকল যানবাহনে হর্ন বাজানো নিষিদ্ধ। জিরো পয়েন্ট, পল্টন মোড় ও সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকায় চলাচলকারী যেকোনো যানবাহন হর্ন বাজালেই শাস্তির মুখে পড়তে হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন ‘নীরব এলাকা’ বাস্তবায়ন কার্যক্রম উদ্বোধন করেন।

‘নীরব এলাকা’ ঘোষণা করায় জিরো পয়েন্ট, পল্টন মোড় ও সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকায় চলাচলকারী যানবাহন হর্ন বাজাতে পারবে না। আইন ভেঙে এই এলাকায় হর্ন বাজালে আগামীকাল (বুধবার) থেকে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী।

কাল থেকে সচিবালয়ের চারপাশের সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬’ অনুযায়ী ‘নীরব জোন’ এলাকায় হর্ন বাজালে প্রথমবার সর্বোচ্চ ১ মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। একই অপরাধ পরবর্তী সময়ে করলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।’

এর আগে গত ২৫ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি এর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয়ের চারপাশের এলাকাকে নিরব জোন বা হর্ণবিহীন (No Horn Zone) এলাকা হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী প্রণীত শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ‘নীরব এলাকা’ বলতে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত বা একই জাতীয় অন্য কোনো প্রতিষ্ঠান এবং এর চারদিকে ১০০ মিটার পর্যন্ত বিস্তৃত এলাকাকে বোঝায়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী প্রণীত শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ধারা ৮(২) এ প্রদত্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে কোন প্রকার হর্ন বাজানোর অপরাধে দোষী সাব্যাস্ত হলে প্রথম অপরাধের জন্য অনধিক ১ (এক) মাস কারাদণ্ডে বা অনধিক ৫ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে এবং পরবর্তী অপরাধের জন্য অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ডে বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top