আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি মঙ্গলবার : কাদের
প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০১৯ ২২:১৪
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:২৬

প্রভাত ফেরী ডেস্ক: ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নিজের পুনর্নির্বাচিত হওয়ার মধ্যে চমকের কিছু দেখছেন না। দলের নতুন কমিটিতে কোনো চমক রয়েছে কি না, সে বিষয়েও এখন তিনি কোনো মন্তব্য করতে চান না। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সেতুমন্ত্রী কাদের বলেন, আগামী মঙ্গলবার পুরো কমিটি হওয়ার পরই এ বিষয়ে সার্বিক মূল্যায়ন করা সম্ভব, তার আগে নয়।
পূর্ণাঙ্গ কমিটি কবে নাগাদ ঘোষণা হতে পারে এবং সেখানে কোনো চমক থাকছে কি না, সে প্রশ্ন ওবায়দুল কাদেরের কাছে রেখেছিলেন সাংবাদিকরা। উত্তরে তিনি বলেন, আগামী মঙ্গলবার প্রেসিডিয়াম মিটিং আছে। আমার আশা করছি এর মধ্যে খসড়া প্রস্তাব প্রেসিডিয়ামে আলাপ-আলোচনা করে সেদিনই পূর্ণাঙ্গ কমিটি করব। ঘোষিত কমিটিতে কোনো চমক দেখছেন কি না, এ প্রশ্নে কাদের বলেন, ঘোষিত কমিটিতে দায়িত্বের কিছু পরিবর্তন হয়েছে। পুরো কমিটি হওয়ার আগে এ বিষয় সার্বিক মূল্যায়ন করা সম্ভব নয়।
আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়াকে চমক মনে করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমি তো আগের মানুষ চমক হব কেন! কাদের বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে যোগ্য ব্যক্তি আরও আছেন। প্রার্থী হওয়ার ইচ্ছা অনেকের মনেই ছিল। কেউ কেউ সেটা প্রকাশ্যেও বলেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের কেউ কমিটিতে আসছেন কি না জানতে চাইলে সাধারণ সম্পাদক বলেন, তারা নিজেরাই আসতে সম্মত নন, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিক রুপন্তী এরা কেউই এবারকার নেতৃত্বে আসবেন, এমন কোনো ইঙ্গিত আমরা পাইনি। নতুন করে দল গোছানোর পর সরকারের মন্ত্রিসভায় কোনো পরিবর্তন আসছে কি না জানতে চাইলে সেতুমন্ত্রী কাদের বলেন, দেখুন নতুন বছরে হয়তো কিছু হতে পারে।
কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী কমিটিতে নেই, এ বিষয়টি কোনো ইঙ্গিত দেয় কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, দলে কিছু কিছু নতুন মুখ এবং দায়িত্বের পরিবর্তন হয়েছে, সেটা হয়েছে কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনার জন্য। আরও কয়েকটি পদ ঘোষণার অপেক্ষায় রয়েছে জানিয়ে তিনি বলেন, অর্গানাইজিং সেক্রেটারির তিনটি পদ, ধর্ম সম্পাদক, শিল্প-বাণিজ্য, কোষাধ্যক্ষ, তথ্য ও গবেষণা সম্পাদকের পদ রয়েছে। নিচের দিকে পুরো ওয়ার্কিং কমিটির সদস্য ঘোষণা বাকি। পুরোটা ঘোষণা হলে পূর্ণাঙ্গ চিত্রটা পেয়ে যাবেন, মূল্যায়ন করতে সুবিধা হবে।
সড়ক পরিবহনমন্ত্রীর দায়িত্বের সঙ্গে দলে সাধারণ সম্পাদকের কাজ চালাতে সুবিধাই হয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আমি আওয়ামী লীগ দেখতে গিয়ে রাস্তা দেখি, রাস্তা দেখতে গিয়ে আওয়ামী লীগ দেখি। রাস্তা দিয়েই তো যেতে হয়, আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে গেলে সব জায়গায় প্রকৌশলীদের সঙ্গে মিটিং করেছি, এখানে দুটি দায়িত্ব পালন এক সঙ্গে।
সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের প্রেসিডিয়াম সদস্য হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখানে কমিটির যাদের নাম ঘোষণা করা হয়েছে এটা আমাদের নেত্রী খসড়াটা রেডি করে কাউন্সিলরদের সম্মতি নিয়েছেন। গঠনতন্ত্রের কিছু আপডেট, এ ছাড়া কমিটি ঘোষণা করেও কাউন্সিলরদের সম্মতি নিয়েছেন। যে কমিটি হয়েছে, সেখানে আওয়ামী লীগের সাড়ে সাত হাজার কাউন্সিলরের সম্মতি ছিল, এ নিয়ে মন্তব্য করতে চাই না।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: