করোনাকালের কবিতা: সৈয়দ আসাদুজ্জামান সুহান
প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২০ ২৩:০০
আপডেট:
২১ এপ্রিল ২০২০ ২১:৫৮

লকডাউন
আমি তাদের কথা ভেবে কখনো চিন্তিত নই,
যারা আতঙ্কিত হয়ে হোম কোয়ারেন্টাইনে আছে।
তাদের সময়টাও কিন্তু বেশ ভালোই কেটে যাচ্ছে
পায়ের উপর পা তুলে টিভির পর্দায় মুভি কিংবা
সিরিয়াল দেখে রোজ মাটন বিরিয়ানি খাচ্ছে
আর ফেসবুকে মিছেমিছি হাহুতাশ প্রকাশ করছে।
আমি সেই সব মেহনতি মানুষের কথাই ভাবছি,
যাদের মনে করোনা ভাইরাস নিয়ে কোন ভয় নেই।
তারা দিন আনে-দিন খায়, পান আনতে পান্তা ফুরায়
ঘাম ঝরিয়ে কাজ করলেই পেটে দানা জুটে, নয়তো
অনাহারে রাস্তার পাশে চুপটি করে উপুড় শুয়ে থাকে
এই লকডাউনের সময়ে তাদের কথা কে-বা মনে রাখে?
গরীব ক্ষিধের জ্বালায় মরে
মাগো তুই জলদি ভাত দে,
পেটে আমার ক্ষিধের জ্বালা, ইঁদুর পঁচে মরে
বাজান সেই যে কখন গেল, আসছে না তো ফিরে
এদিকে বেলা যাচ্ছে বয়ে, বাইরে না জানি কী করে?
ঘ্যানর ঘ্যানর করিস নে বাপ,
চাল-ডাল-নুন নাইরে কিছুই, চুপটি বসে থাক
বাজার সদাই করে, তোর বাপে বুঝি এলো ফিরে
গরম গরম ভাত খাবি, সাথে লংকা আর ডাঁটা শাক।
উফ্ এইভাবে বুঝি কাউকে মারে!
ক্ষুধার জ্বালা বড় জ্বালা, বুঝাই কেমন করে?
ঘর বন্দি থাকবো না স্যার, পেটে ভাত যদি না জুটে
করোনার ভাজি খাবো, গরীব ক্ষিধের জ্বালায় মরে।
সৈয়দ আসাদুজ্জামান সুহান
কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট
বিষয়: সৈয়দ আসাদুজ্জামান সুহান কবিতা
আপনার মূল্যবান মতামত দিন: