এসো হে বৈশাখ: রওশন আরা রুশনী
প্রকাশিত:
১৮ এপ্রিল ২০২০ ০১:৩১
আপডেট:
১৮ এপ্রিল ২০২০ ০২:২৪

এসো হে বৈশাখ
এসো বাঙালীর নববর্ষ!
তুমি এসো রুদ্ররূপে,
এসো ভয়ংকরের ছদ্মবেশে,
এসো কল্যানের দীর্ঘ প্রসারিত হাত নিয়ে
বাঙালী খুলুক দীর্ণ-শীর্ণ স্বপ্ন ভাঙগা
জীবনের নতুন খাতার নতুন প্রথম পাতা।
ঝরা পাতার দিন শেষ হোক
পল্লবহীন বৃক্ষ-শুষ্ক বৃক্ষ শাখায়
গজাক কচি-কিশলয়।
সবুজে-শ্যামলে সজীবতায় ভরে যাক বনভূমি,
সজীব হোক বাঙালী হৃদয়।
এসো ভুলে যাওয়া যাক ভয়,
পূর্ন হোক ক্ষয়ের ক্ষতমুখ,
দীর্ণ-প্রাণ পূর্ণতা পাক
এসো হে বৈশাখ।
রওশন আরা রুশনী
কবি,কথা সাহিত্যিক,প্রবন্ধকার এবং
অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষিকা
বিষয়: রওশন আরা রুশনী
আপনার মূল্যবান মতামত দিন: