আমি,ও আমি : আল মামুন মাহবুব আলম
প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২০ ২০:১৪
আপডেট:
২৭ এপ্রিল ২০২০ ২০:১৯

আমি তোমাকে চিনতে পারিনি, হে নিভৃত, প্রিয় আমি,
বলেছি তোমাকে নিজেকে সাজাও সাধারণের করে,
আমার ভিতরে কখন সেজেছো আমারই ভূ-স্বামী!
কত অতি সাধারণ, সাধারণের ঘাড়ে বসে চড়ে;
সরল সহজ বলে, কত মানুষই সোজা আঙ্গুলে
ক্রমাগত এই চন্ডালি আচার করেছে সুধীজন,
অসার দু’চোখ যে, যা পারে ঘি, বাঁকিয়ে নিয়েছে তুলে,
ব্যথায় কুঁকড়ে মরি, মরেছি, হৃদয় ঔষধি মন।
কখনো ভেবেছি বিবাগি হবো যাবো দূর বনবাসে,
আমার মেয়ের মুখটি কোথা থেকে ভেসে চলে আসে;
চোখের সামনে মায়াভরা চোখে, চেয়ে থাকে তার মা,
প্রতি পূর্ণিমায় হিমালয় ডাকে, আয়! পারি আর না---
আমার আমিকে বলি, ঈশ্বরের দূত তো তুমি নও,
ভেতরের আমি আমাকে শাসায়, আনতভূমি হও!
বিষয়: আল মামুন মাহবুব আলম
আপনার মূল্যবান মতামত দিন: