প্রণমেষু রবীন্দ্রনাথ : জোবায়ের মিলন
প্রকাশিত:
১১ মে ২০২০ ২১:৩৪
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:২২

এই ছিল তবে কথা!‘হৃদয় আসন’এ!
কিনু গোয়ালার গলি ধরে ‘বাঁশি’ বাজাতে বাজাতে
চলে গেলে, না বলেই!
‘অপেক্ষা’য় আছি, আসবে ‘সোনার তরী’-
বেয়ে ‘হৃদয় আকাশ’ ঘরে ‘প্রভাত উৎসব’এ
‘পুরাতন’ ধুলি স্বরে ‘নূতন’ ‘গীতোচ্ছ্বাস’ নিয়ে।
আমাদের ‘গুপ্ত প্রেম’ ‘ব্যক্ত প্রেম’ আর
‘অনন্ত প্রেম’ মিলবে ‘ক্ষণিক মিলন’এ- ‘সিন্ধুপারে’
সময় ‘অসময়’।
‘নগর সংগীত’ গেয়ে ‘রাত্রে ও প্রভাতে’ ভাসাব
‘সমুদ্রের প্রতি’ ‘কাব্য’ ‘খেয়া’।
‘ব্যর্থ যৌবন’ চলেছে ‘বৈরাগ্য’ কব্জায় নিয়ে
‘নিরুদ্দেশ যাত্রা’য়;
‘সঙ্গী’ ভালো করে বলে যাও ‘হৃদয় যমুনা’
আর ‘মধ্যাহ্ন’র রোদ হবে কি ‘বন্দী’-
‘ভুলে’!
‘মৃত্যু- এ’ই কি শেষ কথা? ‘বিদায়’
সে’ই ‘এক পরিনাম’? ‘মৃত্যু’ সত্য শব্দ, তবু ‘প্রতীক্ষা’-
দিনশেষে ‘বসুন্ধরা’য় ‘দুই বিঘা জমি’পর
আসিবে ‘মানসসুন্দর’ ‘পরশপাথর’।
‘সেকাল’এ ‘দুই পাখি’ ‘এক গাঁয়ে’ মিলে
মুছাব ‘ধূলামন্দির’ জ্বালাব ‘আলোক-ধেনু’ ‘অরূপরতন’।
‘পুকুর ধারে’ রয়েছি- ‘ক্যামেলিয়া’ ‘পুষ্প’ হাতে
বন্ধু, ‘ছুটির আয়োজন’ বা অবসর যদি পাও
চলে এসো। নতুন গান লিখে দিও
করে উপহার।
জোবায়ের মিলন
সহকারী বার্তা প্রযোজক, বার্তা বিভাগ, এনটিভি
বিষয়: জোবায়ের মিলন
আপনার মূল্যবান মতামত দিন: