মিলন মেলা : টুটু রহমান 


প্রকাশিত:
২০ মে ২০২০ ২০:৫০

আপডেট:
২০ মে ২০২০ ২০:৫০

ঈদ মানে যে আনন্দ 
ঈদ মানে যে খুশি
সারা বছর সেই আনন্দ 
বুকের মাঝে পুষি।

ধনী গরীব সবাই যেনো 
ভেদাভেদ ভুলি
সবার জন্য ভালোবাসা
করি কোলাকুলি। 

ফিন্নি পোলাও রান্না হয়
সবার ঘরে ঘরে 
ছেলে বুড়ো কী আনন্দ! 
নতুন কাপড় পড়ে। 

ঈদ হোক আমার তোমার 
দুঃখ সুখের ভেলা
সবাই আমরা সবার জন্যে
যেনো মিলন মেলা।

 

টুটু রহমান
সাবেক উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top