করোনা ভাইরাস : নূর হাসনা লতিফ
প্রকাশিত:
২০ মে ২০২০ ২২:৩২
আপডেট:
২৩ মে ২০২০ ০২:০৬

চোখে দেখা যায়না অথচ
সারা পৃথিবী জুড়ে তুমি আছ
সবাই বলে বন্ধ ঘরে শান্তি দাও
যা কবির কলমে দিতে পাও
কিন্তু মনভুমিএখন বন্ধ্যা অনুর্বর
লেখা আসছেনা অনুভূতি অসচ্ছল।
করোনা ভাইরাসের নেই কোন প্রকার করুণা
শুধু বাছাই করছে মানুষের জন্য যন্ত্রণা।
যন্ত্রণার ফাঁদে পড়ে মরে যাচ্ছে সব
সারা পৃথিবীতে মৃত্যু প্রতিক্ষণ ।
সব চিন্তা বানচাল করোনার তাড়ায়
মৃত্যুটাও যেন স্বাভাবিক নয়।
নিষ্ঠুর এক সত্তা এই করোনা
সগৌরব স্পর্শে জীবানু দেয়া
সাবানের সাথে যুদ্ধ আর কত
ফেরৎ দাও করো না হারানো শান্তি যত।
নূর হাসনা লতিফ
কবি ও লেখক
বিষয়: নূর হাসনা লতিফ
আপনার মূল্যবান মতামত দিন: