সবাই যদি সাম্য হয় : খালেক বিন জয়েনউদদীন


প্রকাশিত:
২১ মে ২০২০ ১২:৩১

আপডেট:
২১ মে ২০২০ ২২:১৪

খালেক বিন জয়েনউদদীন

 

ঈদের বুড়ি, ঈদের চাঁদ আকাশপারে থাকিয়া
ঈদের খুশির নিটোল ছবি যাচ্ছে তারা আঁকিয়া।
সেই ছবিতে গরিব নেই, নেইকো দুখির চেহারা।
ঈদের বাজার করছে দেখি তিনটি ধনীর বেহারা।

বাজার শেষে তিন বেহারা, করছে খুশির উৎসব-
তাদের সঙ্গে নাচছে কারা? সঙ্গে দেখি ভূত সব।
ছবির কোনায় আদুল গায়ে টোকাই ছিল দাঁড়িয়ে
ঈদের খুশি চাইল যখন, সবাই দিল তাড়িয়ে।

ঈদের দিনে নিঃস্বজনের এমন ছবি কাম্য নয়-
খুশির জোয়ার বইবে শুধু, সবাই যদি সাম্য হয়।

 

খালেক বিন জয়েনউদদীন
শিশু সাহিত্যিক, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top