মেঘ বৃষ্টির ধারাপাত : টুটু রহমান
প্রকাশিত:
২৭ মে ২০২০ ২২:১৭
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:২২

আমার কাছে বর্ষা মানে
কাঁদায় ঢাকা পথ চলা,
দুকূল ছেপে নদীর বুকে
সর্বনাশী বয়ে চলা।
আমার কাছে বর্ষা মানে
সারাদিন ঘরবন্দী,
বিষন্নতায় ভরা মন
বাইরে যাওয়ার ফন্দি।।
আমার কাছে বর্ষা মানে
টিনের চালে টুপটাপ বৃষ্টি,
হৃদয় মন চঞ্চল করা
রোমাঞ্চকর সুরের সৃষ্টি।
আমার কাছে বর্ষা মানে
ইলিশ খিচুড়ি মাংস ভূনা,
বন্ধুরা সব এক হয়ে
হারিয়ে যেতে নেই মানা।।
আমার কাছে বর্ষা মানে
মেঘবরণ কেশ,
ভালোবাসার মিষ্টি মুখ
ভাবতে লাগে বেশ।
আমার কাছে বর্ষা মানে
বিদ্যুৎ আর বজ্রপাত,
কবিতা ও গল্পে যেনো
মেঘ বৃষ্টির ধারাপাত।
টুটু রহমান
সাবেক উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ
বিষয়: টুটু রহমান
আপনার মূল্যবান মতামত দিন: