শূন্যতা বড্ড ছোঁয়াচে : কৃষ্ণা গুহ রায়
প্রকাশিত:
৯ জুন ২০২০ ২১:২৩
আপডেট:
১০ জুন ২০২০ ২০:২৫

কংসাবতীর পাড়ের পোড়োবাড়িটায় আজ গিয়েছিলাম শান্তনু অনেক দিন পর ৷
লাল সুড়কির ইটের পর ইট, অশ্বত্থের চারা, নদীর বুকে শান্ত খেয়া,
আমার মুঠো মুঠো কিশোরীবেলার গল্প লুকিয়ে আছে ওই কংসাবতীর পাড়ে ৷
বৈশাখের দুপুরে কাসুন্দি দিয়ে কাঁচামিঠে আমমাখা,
দু'কুল ছাপানো শ্রাবণে কাগজের নৌকা ভাসানো,
আশ্বিনের সকালে শিউলি ফুল কুড়ানো,
এমন কত কিছুতেই কেমন একটা তুমি তুমি গন্ধ ৷
ভালবেসে বুঝি অনেক কথাই বলা যায় ৷
তুমি যেমন বলতে— তোকে একদিন ঠিক নিয়ে যাব সব পেয়েছির দেশে ৷
না, শেষপর্যন্ত আর শান্তনু তোমার সঙ্গে যাওয়া হয়নি ৷
এখন তুমি থাকো অন্য কোনওখানে ৷
আর আমি যানজট বাঁধা কলকাতা শহরের এঁদোগলিতে ৷
বুকের মধ্যে স্মৃতিকে আঁকড়ে ৷
খোলস মুক্ত হারিয়ে যাওয়া মনটাকে খুঁজি ৷
পোড়োবাড়ির নির্জনতার শব্দে বাসা বাঁধে শূন্যতা,
শূন্যতা যে বড্ড ছোঁয়াচে ৷
বিষয়: কৃষ্ণা গুহ রায়
আপনার মূল্যবান মতামত দিন: