মুহূর্ত : হাবীবুল্লাহ সিরাজী


প্রকাশিত:
১০ জুন ২০২০ ২১:৪৪

আপডেট:
১২ জুন ২০২০ ০০:১৭

হাবীবুল্লাহ সিরাজী

 

ব’ললে ভালো, না ব’ললেও তাই
খাটা জলপাই
হাঁটলে মেলে অরণ্য-জল
ধাঁধা মায়াদল

 

বললে থাকো, না বললেও তাই
রোগা রোশনাই
দেখলে মেলে মুমূর্ষু ঝুল
নোনা মশগুল

 

ব’ললে আছো, না ব’ললেও তাই
কাঁচা ধরতাই
বুঝলে মেলে করোনার মন
জীবন নাকি জীবনধারণ?

 

হাবীবুল্লাহ সিরাজী
কবি ও লেখক, একুশে পদক প্রাপ্ত
মহাপরিচালক, বাংলা একাডেমি

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top