সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


দেবতারা ফুটপাতে দাঁড়িয়ে : বাসু দেব নাথ


প্রকাশিত:
২২ জুন ২০২০ ২৩:০৯

আপডেট:
২২ জুন ২০২০ ২৩:১৩

 

দেবতারা ফুটপাতে হাত পেতে দাঁড়িয়ে
উন্মুখে খুঁজে দু'মুঠো অন্নদাতা।
কপালের ভাজে নেই কোনো ভাগ্যরেখা।
ট্রাফিকের পাশে দাঁড়ানো ধুলোবালিতে-
মুমূর্ষু গাছটা পরম ছায়াবন্ধু।
তারা হাত পেতে বলছে 'কিছু দে না রে বাবু দু'দিন কিছু খাইনে'...
জ্যামের মহানন্দে কচি হাত ছুটে চলে গাড়ী বহরের ফাঁকে।
দুই পয়সা, দুই ঘা ওই শরীর সয়ে যায় নিরন্তর।
বৃষ্টির শীতল ফোটা শান্ত করে না তাদের ক্ষুধার্ত অন্তর।
সূর্যের করুণায় ক্লান্ত হয় না তারা।
দিনের আলোতে ছুটে চলে কালো প্রজাপতির মত।
কেউ দেখে না তাদের দৈবিক সৌন্দর্য্য শক্তি।
ঘুটনি রাতে ছায়াবন্ধুর তলে বস্তার বিছানায় কি সুখ, আহা!
মৌলিক অধিকারের গল্পে তাদের পেট ভরে না, তারা ক্ষুধার্ত।
তারা হাত পেতে দাঁড়িয়ে এ শহরের নিত্যনতুন কুবেরের মুখে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top