কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে নিবেদিত
দ্রোহের অনলে বিবেক জাগাও : সৈয়দ আসাদুজ্জামান সুহান
প্রকাশিত:
২৩ জুন ২০২০ ২১:০৯
আপডেট:
২৩ জুন ২০২০ ২১:১১

চলে যাওয়া মানে; ছেড়ে যাওয়া নয়
চলে যাওয়া মানে; রেখে যাওয়া স্মৃতি
যেখানটা জুড়ে ছিল আমার মুক্ত বিচরণ
স্মৃতির পটে সেখানেই তো আছি আমি।
কেন মিছেমিছি ভয় পাও, খুঁজে বেড়াও
আবার আকাশের ঠিকানায় চিঠিও দাও
তোমার চিঠি পড়ে অবাক বিস্ময়ে হাসি
অহেতুক কেন আমাকে করছো দোষী?
টিএসসিতে যে বাউন্ডুলে ঘুরে বেড়ায়
পরনে পাঞ্জাবি-জিন্স; কাঁধে ঝুলে ব্যাগ
প্রতিবাদের ঝড় তুলে করে কবিতা পাঠ
তার সাথেই হয় রোজ আমার সাক্ষাত।
যদি সত্যিই আমাকে কাছে পেতে চাও
তবে আমার কবিতার বইটি হাতে নাও
আর নয়তো কলম হাতে ছুরি চালাও
দ্রোহের অনলে এবার বিবেক জাগাও।
সৈয়দ আসাদুজ্জামান সুহান
কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট
বিষয়: সৈয়দ আসাদুজ্জামান সুহান
আপনার মূল্যবান মতামত দিন: