সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


গিরিবালা : তাহমিনা কোরাইশী


প্রকাশিত:
২৪ জুন ২০২০ ২৩:০১

আপডেট:
৮ জুলাই ২০২০ ২১:৫১

 

গল্পের নায়িকা গিরিবালা আমি,
রূপবতী বাল্যবধূ গোপীনাথের
হংসমিথুন ছিলাম বালিকা বেলায়
মেতে থাকা চখাচখির খেলায়
পরিপাটি গৃহময় সারাবেলা।
অকস্মাৎ বজ্রাঘাতে ওঠে হৃদয়ে কাঁপন
মঞ্চের নায়িকা লবঙ্গ তার নাম
রূপে-গুণে পাগল পরাণ
গোপীনাথ ভুলে যায় সুখ-শয্যা সুরম্য-ধাম
ঈর্ষণীয় রূপরাণী সে, জেনেছে গিরিবালা
সেও কম কিসেÑদাসি সুধো কয় বারংবার
গিরিবালা নিজেই তরঙ্গিত রূপে
প্রাচীর বেষ্টনে নিরানন্দ অন্তপুরবাসী
বাসন্তী পূর্ণিমায় রাঙা সাজে সাঁঝবেলা
অস্থির চৈতন্যে অতুল রূপযৌবনা নিঃসঙ্গতায়।
স্বামী পরিত্যক্ত বঞ্চনার স্বীকার আজ গিরিবালা
সাধারণ অবলা নারী নয় সে
মৃত্যুর কাছে মানে নি পরাজয়
জেগে ওঠে অভিনেত্রী লবঙ্গের দর্শনে মঞ্চ মাতানীয়া।
মনোরমা নাটকের পাঠে রূপবতী-গুণবতী গিরিবালা
বঞ্চনায় হয়নি বন্ধ গৃহে অধরা
বৃহৎ পৃথিবীর অবারিত আহ্বানে
দর্শক বিমুগ্ধ অভিনয়ে অপরাজিতা সে,
দুর্বিপাকে গোপীনাথ আজ পাগল প্রায়...।
শতবর্ষ আগে এঁকে গেছো তুমি নারীর অনুভব
গৃহ আঙিনায় বঞ্চনা পীড়ায় পিষ্ট প্রতিবাদী সত্ত্বায়
এক গোপীনাথ নাই বা হলো তুষ্ট ধরায়
হাজারো দর্শকের ভালোবাসায় তৃপ্ত হৃদয়
জয়ী তুমি গিরিবালা দুর্গতিনাশিনী নারী দশভূজায়।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top