সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


মহাপ্রয়াণের পথে : মৃদুল মিত্র 


প্রকাশিত:
২৯ জুন ২০২০ ২১:২৬

আপডেট:
২৯ জুন ২০২০ ২২:১২

মৃদুল মিত্র 

 

মহাসমারোহে হয়তো আমার অগস্ত্য যাত্রা হবেনা। 
তারপরও আমি এই যাত্রার কামনায়।
গোধূলি লগ্নে যে আকাশ খুব একা হয়ে যায়,
ঠিক সদ্য ভালোবাসার সম্পর্ক বিচ্ছেদ হওয়া 
নিঃসঙ্গ প্রেমিকের মতো। 
আমি সেই আকাশের সঙ্গী হতে চাই। 
মেঘে মেঘে ঘর্ষণের ফলে যে সৌদামিনী সৃষ্টি হয় 
আমি সেই সৌদামিনীর শক্তিতে বেঁচে থাকতে চাই, 
শত শত বছর ধরে। 
পাহাড় সদৃশ যে বৃক্ষরাজি প্রতিনিয়ত মুক্তহস্তে খাবার বিলিয়ে যায় মানবের তরে, 
সেই মানবেরাই নির্দ্বিধায় চালায় ধ্বংসের হাত 
বৃক্ষরাজির উপরে।
আমি সেই মানবের কাছ থেকে মুক্তি চাই। 
আমি ভাসতে চাই কর্ণফুলী কিংবা পদ্মার স্রোত ধারায়, 
যার কলকল ধ্বনি আমাকে নিত্য সুরের ধারা 
উপহার দিবে। 
আমাকে শিখাবে উদারতা, 
কতটা উদার হলে নিজেকে মেলে ধরা যায় অন্যের সেবায়। 
তবুও তাকে নিষ্ঠুর আক্রমণের শিকার হতে হয় প্রতি ক্ষণে ক্ষণে।  
আমি মাটির সঙ্গী হতে চাই, 
যে মাটির পরম মমতা না পেলে হয়তো নিজেকে অন্য কোন গ্রহে আবিষ্কার করতে হতো, 
যেখানে কৃত্রিম ভাবে নির্বাহ হতো জীবনের মাপকাঠি।  
তারপরও মাটিতে কতো দুঃসহ ধ্বংসলীলা চলে
দিবানিশি। 
যেখানে মানুষে মানুষের রক্তে তৃষ্ণা মেটায়, 
সেখানে পত্রপল্লবে ঘেরা সাড়ে তিন হাত মাটিও অস্তিত্বের সংকটে ভোগে বছরের পর বছর। 
চলে আপোসহীন ভাগাভাগি। 
তাই আমার যাত্রা হোক মাটি, জল কিংবা আকাশের পথে, 
যেখানে আমায় খুঁজে পাবো তাদের সাথে প্রতি পরতে পরতে। 

 

মৃদুল মিত্র
উপ-পরিদর্শক, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ 

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top