মুহূর্তঃ তৃতীয় ভাগ : হাবীবুল্লাহ সিরাজী
প্রকাশিত:
৬ জুলাই ২০২০ ২২:০২
আপডেট:
৬ জুলাই ২০২০ ২২:৪২

১
একটাই গুলি
মরে দুইজন
যাকে গুলি করে
এবং যে গুলি করে
২
রাত ফিরে গেলে
দোষ ধরে দিন
প্রভু নষ্ট হ’লে
উঁকি মারে ঋণ
৩
জন্ম কোনো বিন্দু নয়
বৃত্তে চলাচল
মৃত্যু তাঁর পরিধির
অন্ধ যোগফল
৪
জীবন ও সময়
কিছু নয়
যখন তখন ভাব হয়
৫
লালে ভুল ছিলো
কাঁটা ছিলো নুনে
ক্রোধে যতো খেদ
তারো বেশি ভেদ
খুনে
৬
রাক্ষসপর্ব শেষে
সম্ভোগে সম্মত হ’লে
নিজস্ববাহিনী নামে
সম্পর্ক ও শরীরে
ক্রন্দনে মেটে না
৭
মৌলিক হবার পর
এক কিন্তু অন্তর্ভুক্ত হ’তে চায়
একা
শূন্য তো পড়শী ছিলো।
হাবীবুল্লাহ সিরাজী
কবি ও লেখক, একুশে পদক প্রাপ্ত
মহাপরিচালক, বাংলা একাডেমি
বিষয়: হাবীবুল্লাহ সিরাজী
আপনার মূল্যবান মতামত দিন: