সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


প্রেমকথন : তাহমিনা কোরাইশী


প্রকাশিত:
৮ জুলাই ২০২০ ২১:৪১

আপডেট:
৮ জুলাই ২০২০ ২১:৪৩

তাহমিনা কোরাইশী

 

চৈত্রের খর দাহে মানব প্রেম হয় বাষ্পিত!
কি জানি কি মোহে কোকিলের প্রেম তখন বিস্তর.......
বসন্ত দোলায় ঝুলন উৎসব মেতেছে মানব-মানবী ও প্রেম
কাকেদের বিরহ জ্বালা আজ বুঝি সমাপন
চঞ্চলা চঞ্চুলে ঘর বাঁধার কিচ্ছা কাহন
ভালোবাসা খুলেছিল দোর বসন্ত বাতায়ন
কুহুকুহু প্রেম খেলায় মেতেছে জগৎ সংসার
দোল উৎসবে মাখামাখি মুখর চরাচর
কোকিলের কন্ঠস্বরে শিহরতি মনভূমি
হোলি উত্থিত আনন্দ কেলি, নেচে ওঠে দেহ বল্লরি
ছুঁয়েছে রঙ আজ জড়িয়ে বাহু ডোর
বসন্ত শোনায় কোকিল-কোকিলার কাব্য কথন
উঠোনে গড়ায় বুঝি আকাশের রংধনু রঙ
হোলি উৎসবে মেতেছি আমরা আজ
হাজার-কোটি কোকিলের দোসর।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top