দীর্ঘশ্বাসে : টুটু রহমান


প্রকাশিত:
৯ জুলাই ২০২০ ২২:২১

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:১৫

 

দেখেছি তাকে
জ্যোৎস্না ভরা রাতে 
মিটিমিটি হাসে
হাজারো তারার সাথে। 

নুপুর পায়ে চলে
মন মাতানো ছন্দে 
উদাসী মন কয় কথা   
মৌ মৌ গন্ধে। 

মুক্তোঝরানো হাসি
যেনো কৃষ্ণের বাঁশি 
রাধা বলে রাই
ভালোবাসি ভালোবাসি। 

খুঁজে ফিরি তাকে
পুরু গ্লাসের দীর্ঘশ্বাসে
আলোআঁধারিতে
প্রিয় মুখ ভাসে।

 

টুটু রহমান
সাবেক উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top