ভেবে দেখেছ কী? : সৈয়দ আসাদুজ্জামান সুহান
প্রকাশিত:
১১ জুলাই ২০২০ ২৩:১০
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৩১

বেঁচে আছি, এটাই তো অনেক বেশি
দুবেলা হয়তো আহার জুটে না, তবুও
রাতের আকাশে চাঁদ তো দেখা যায়
সেটাই আমার কাছে ঝলসানো রুটি।
যখন আশ্বাসের সংলাপে জগাখিচুড়ি
তখন ক্ষুধার্ত পেটে পাথর বেঁধে রাখি
সেই পাথর নিয়েও করছো রাজনীতি!
আচ্ছা ধরো, আমরা যদি ক্ষেপে যাই
ভুলে যাই সব আইনকানুন আদালত।
বিদ্রোহের অনলে জ্বালিয়ে দিই ঘরদোর
নগর-বন্দর, এমনকি তোমাদের গদি
পালানোর কোনো রাস্তাই না পাও যদি!
তখন কেমন হবে, ভেবে দেখেছ কী?
কতকাল আমাদের দিয়ে যাবে ফাঁকি?
একদিন শ্রমজীবীরাও ঝাণ্ডা উচিয়ে
পুঁজিবাদের দৌরাত্মের লাগাম থামিয়ে
বিজয়ীর বেশে দখল করে নিবে জনপদ
দখলে নিবে তোমাদের ক্ষমতার মসনদ।
বিষয়: সৈয়দ আসাদুজ্জামান সুহান
আপনার মূল্যবান মতামত দিন: