মধ্য রাতে গগনতলে লাজুক পাতা : নাসিমা হক মুক্তা
প্রকাশিত:
১৬ জুলাই ২০২০ ২২:০৮
আপডেট:
১৬ জুলাই ২০২০ ২২:৩২

১
মধ্য রাতে গগনতলে লাজুক পাতা
আমি ঠিক সেই পল্লবের ঘ্রাণ
আমার হিজলবনে ছত্রখান হয়ে ওষ্ঠ
ভালোবাসা ও প্রেমের আকাশ হাসে;
প্রবল আগ্রহে সঙ্গীর কন্ঠ নামে কম্পান শতমুখে
সমস্ত সত্তার সেলাইয়ে বিন্দু বিন্দু জল
তামাক ধোঁয়া কে পুড়িয়ে - ছাই হয় খামচে ধরা সুখ
শত শত আঁকা প্রচ্ছদের ছন্দের মত
বিচালি আঁচল উদগ্রীব হয়ে
নিভৃতে কোঠরি ভাঙ্গে ঘুরপাকে...
ভষ্মস্তুপের ঘাসে কেঁদে ওঠে একখানি জীবন
মধ্য রাতের গগনতলে লাজুক পাতার গায়ে
রোপণ করে মাটির মূর্তি।
২
এক আকাশ
রাতের কালো আর ভোরের আলো
স্বপ্ন দেখায় চৌকাঠে
আজন্ম নগ্ন এক ইচ্ছে ভেতর।
নিশি ও দিনের হাটবাজারে
দিনগুলো ভাবনার সিঁড়ি দিয়ে ওঠে উপরে
এক, দুই তিন করে... এক আকাশ
সম্পূর্ণ রঙিন বিশ্বাসের পরস্পরায়
বিষাদসিন্ধুর জলে ভাগ্য খেলি।
নাসিমা হক মুক্তা
বিষয়: নাসিমা হক মুক্তা
আপনার মূল্যবান মতামত দিন: