আসমানে জ্যোৎস্না ওড়ে : টিপু সুলতান
প্রকাশিত:
১৮ জুলাই ২০২০ ২১:৫০
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:১৭

শহরের কোন কলোনিতে থাকো তুমি
তোমার অ্যাপার্টমেন্ট কি দোতালার
সেখানে বারান্দা রয়েছে কিংবা রাস্তা?
যদি কখনো যাই,ঠাঁই-যদি এক ডাক দিই
তোমাকে দেখবার-ওলট পালট নাম ধরে
বেরিয়ে আসবে তো-বই হাতে,হাঁপিয়ে-
ম্লান আলোয়-চিতই পিঠায়-সন্ধ্যার দিকে
নগরে কাক রাত নামলে-গোপনতা ফেরে
পায়ের তলায় জমা হয় দীর্ঘপথ
বেঁচে ওঠে স্বপ্ন,অদূরে রেস্তোরা
অট্টালিকা হতে নেমে আসে অন্তরীণ গান
আমাদের ভাগ্য টস করে,কপালের ভেতর;
আমি মদ পান করি না,সিগারেটে নই
মাংসপ্রাচীর ফাঁটিয়ে দেখো-উম্মুল রক্ত
আসমানে জ্যোৎস্না ওড়ায়-বোধিবৃক্ষ তল
মৌনের বুক ফুঁড়ে বেরোয় নতুন বাজার-
গোলাপের পসরা সাজিয়ে রাখে চিন্ময় দা ।
বিষয়: টিপু সুলতান
আপনার মূল্যবান মতামত দিন: