আমার লোক : সিদ্ধার্থ সিংহ


প্রকাশিত:
২১ জুলাই ২০২০ ২৩:৫৬

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৬:৩১

 

দুর্গতদের ত্রাণের মালপত্র মাঝপথে বেচে দিলেও
ছাড় পেয়ে যাবেন
যদি আমার লোক হন।
যদি আমার লোক হন
দেড় বছরেই দ্বিগুণ টোপ দিয়ে
জনগণের কাছ থেকে
তুলুন না যত খুশি টাকা।
ফাঁকা বাড়ি পেয়ে দিনে-দুপুরে দল বেঁধে ঢুকে
মা এবং মেয়েকে একই খাটে...
হাতেনাতে ধরা পড়লেও
অত ভয় পাওয়ার কিছু নেই
যদি আমার লোক হন।
খুন-টুন, রাহাজানি, আর্মস নিয়ে ঘোরা
কিংবা জমি দখল, তোলাবাজি, অপহরণ
যা ইচ্ছে করুন
চিন্তার কিছু নেই
যদি আমার লোক হন।

আর আমার লোক হতে গেলে?
না না, শুধু ভোট দিলেই হবে না
শুধু মিছিলে হাঁটলেই হবে না
শুধু আমার তালে তাল মেলালেই হবে না।
ও সব তো সবাই করে,
আমার লোক হতে গেলে
যা লুঠ করবেন, তার অন্তত এইট্টি পার্সেন্ট 
আমাকে দেবেন, ব্যস।

তা হলেই আপনি আমার লোক
আমার লোক
এবং আমার লোক...

 

সিদ্ধার্থ সিংহ
কলকাতা 

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top