নীলাম্বরী : মীম মিজান
প্রকাশিত:
২৬ জুলাই ২০২০ ২২:০৪
আপডেট:
২৬ জুলাই ২০২০ ২২:৪২

নীলাম্বরী, তুমি কি বুঝ এ মন?
কার জন্য কাব্যগাঁথা হয় অণুক্ষণ?
কে তুলে মনে বলো অনুরণন?
সুপ্ত ঘুম কার পরশে পায় জাগরণ?
তুমি আর নিজেকে দিওনা ফাঁকি,
আসো বুকে, হও প্রাণের প্রিয় পাখি।
হৃদজুড়ে তোলো তুমি কুঞ্জন সুখের,
দোহাই প্রিয়া দিওনা ফোঁটা দুখের।
তুমি এই উর্বর মনে ফলাও সবুজ,
তোমার প্রেমে মত্ত হয়ে হই অবুঝ।
তুমি অতুলনীয়া আমার প্রেয়সী,
তুমি সর্বাঙ্গে সুন্দরী উর্বশী।
মীম মিজান
প্রাবন্ধিক, অনুবাদক, গল্পকার
এম ফিল গবেষক; ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
বিষয়: মীম মিজান
আপনার মূল্যবান মতামত দিন: