বানভাসি, দুঃখভাসি : ডা: মালিহা পারভীন
প্রকাশিত:
২৮ জুলাই ২০২০ ২৩:১৬
আপডেট:
৬ আগস্ট ২০২০ ০৬:২৩

(ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় রচিত)
গাও গেরাম সব ভাসায় নিল
বাইস্যা কালের বান,
রাস্তাগাট ঘর বেবাক গেল,
ভাসলো গোলার ধান।।
জমি জমা বেইচ্যা কিইন্যা
পোলা গেছিল বিদেশ,
চাকরি খুইয়া দ্যাশে ফিরছে
দুক্কের অয় না শেষ।
মাইয়াডারে নায়র আনুম
দুইডা বছর পর,
বানের জলে ডুইব্যা গেলো,
থাকবার বসত গর।
চালের উফরে চুলা পাইত্যা
ডাইলে চাইলে রান্ধে,
আর তো কষ্ট সইয্য অয় না
কমলায় কেবল কান্দে।
বালাই অইসে স্বামী মরসে
মহামারি রোগে,
কমলার চক্কের পানি মিশে
বানের ডেউয়ের লগে।
ফির বছর বইন্যা আহে
পাড় ভাঙে গড়ে,
চরের কমলার চক্ষের পানি
জীবন ভইরা ঝরে।
ডা: মালিহা পারভীন
কবি ও কথা সাহিত্যিক
সেগুনবাগিচা, ঢাকা
বিষয়: ডা: মালিহা পারভীন
আপনার মূল্যবান মতামত দিন: