জীবনে হোক অক্ষয় : রওশন আরা রুশনী
প্রকাশিত:
২৯ জুলাই ২০২০ ২২:১৩
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:২০

দু’চোখে আজকে ক্লান্তির ছায়া
জীবন যুদ্ধে বিক্ষত হৃদয় খানি
অনন্ত খুশীর ঈদ শান্তির বানী-
নিয়ে এলো নামি।
ভালোবাসা দিয়ে আজকে
পৃথিবীকে করে সুন্দর
আকাশের চাঁদ থেকে
প্রেমাশীষ ঝরে ঝরঝর।
ব্যথিত বিদগ্ধ ধরা এদিনের তরে
মধুর হাসি হাসে
স্বপ্নের জাল বোনে অনাঘ্রাত
সুখের আশ্বাসে।
ওগো খোদা,এই প্রিয় দিন
এ জীবনে হোক অক্ষয়
জীবনের পথ থেকে
দূর হোক যত ভাবনা ও ভয়।
রওশন আরা রুশনী
কবি, কথা সাহিত্যিক, প্রবন্ধকার এবং অবসর প্রাপ্ত সিনিয়র শিক্ষিকা
বিষয়: রওশন আরা রুশনী
আপনার মূল্যবান মতামত দিন: