প্রাচীন ধারাপাত : সাদিয়া চৌধুরী পরাগ
প্রকাশিত:
৩০ জুলাই ২০২০ ২২:০০
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:২৫

মাঝে মাঝে কোনও বেলোয়ারি খোয়াব
হৃদয়ের রুদ্ধ কপাট খুলে,
শ্রাবন-ভাদ্রের অবারিত ঢলে
ফাল্গুনের অভিসারি হাওয়ায়
মানব-মানবীর যুগল-বন্দী প্রেম-আবেশে
“দুয়ে একে এক” হওয়ার প্রাচীন ধারাপাতে ।
কি ভীষন পুলক শিহরনের উদয়ন
জলে স্থলে অন্তরীক্ষে
সৃষ্টি থেকে সৃষ্টির অনুপম সৌকর্যে
জীবন হতে জীবনের নব-জাগরণে।
হে মহত্তোম সৃষ্টির নিরলস কারিগর !
এ অপরুপ ভেলকি খেলার তন্দ্রে মন্দ্রে
এ চিত্ত নিবিষ্ঠ করো, নিমগ্ন রাখো প্রতিটি কারুকর্মে
এ জীবন কিম্বা এরপরেও……।
সাদিয়া চৌধুরী পরাগ
কবি, লেখক ও প্রাবন্ধিক
বিষয়: সাদিয়া চৌধুরী পরাগ
আপনার মূল্যবান মতামত দিন: