পুনশ্চ : রওনক খান 


প্রকাশিত:
৯ আগস্ট ২০২০ ২১:৫৩

আপডেট:
১২ আগস্ট ২০২০ ২২:১৫

 

গন্ধ বেলি বিকোয় না আর অন্ধ গলিতে, 
প্রফুল্ল আজ প্রাঙ্গনে সে বিলোল হেসে। 
সোমরস তার সফেদ ফেনিল জোয়ারে ভাসেনা, 
বিলেতী বোতলে সিম্ফনি ওঠে সুপেয় ধারার।
গলির মোড়ের  নিত্য নিশির বেহেড মাতাল,
মিথ্যে তালের ঠুমরি থামিয়ে গৃহান্তরে। 
আকাশ সেজেছে সন্ধ্যাতারার জরিন ফিতেয়,
পূর্নিমা চাঁদ উছলে পড়েছে প্রান্তর জুড়ে।
ঝিমিয়ে রয়েছে পাথের পাশের নিওন ছটা,
নওল কিশোরীর ওড়নায় তাই পড়ছে না টান।
গৃহের গুহায় গুমরে মরে ভাম বুড়োটা, 
নীল লালসার ইন্দ্রীয়ে তার চলছে ভাটা।
নিথর নগরে তাথৈ নাচে রাতের পাখিরা, 
সভ্যতা আজ ফিরছে আবার নতুন ধারায়।

 

এই লেখকের অন্যান্য লেখা


বিষয়: রওনক খান


আপনার মূল্যবান মতামত দিন:


Top