ভালোবাসা অফুরান : টুটু রহমান 


প্রকাশিত:
১২ আগস্ট ২০২০ ২২:১৯

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:১৮

 

জীবন বহতা নদীর স্রোতের মতো
ঘাত প্রতিঘাত ভাঙা গড়ায় কোনো একদিন 
সুখে দুখে নীরবে নিঃশব্দে 
কালের স্রোতে হয়ে যাবে বিলীন। 

কত হাসি গান আনন্দ বেদনায়
বন্ধু স্বজন ভালোবাসার প্রিয়জনকে ঘিরে 
মধুময় স্মৃতির সোনালী স্বপ্ন
রয়ে যাবে শেষ ঠিকানার নীড়ে।

দিন মাস বছর গড়ায় যত 
কত চোখ কত মন কত ঘর থেকে সরে গিয়ে 
হারিয়ে যাবে স্মৃতির অতল গহীনে
ছিল যত ভালোবাসা আর মায়া নিয়ে। 

এটাই মায়ার বাঁধনে বাধা পৃথিবী 
চলে যেতে হবে যা অপ্রিয় কিন্তু চিরন্তন সত্য 
রেখে যেতে চাই ভালোবাসা অফুরান 
ভালো থেকো পৃথিবী আজ কাল নিত্য।

 

টুটু রহমান (মোহাম্মদ হাসিবুর রহমান, 
সাবেক উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন)     

 

এই লেখকের অন্যান্য লেখা 



আপনার মূল্যবান মতামত দিন:


Top