একুশে আগস্ট : এস ডি সুব্রত


প্রকাশিত:
২১ আগস্ট ২০২০ ১৯:৩০

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৮:১৮

 

ইলিশের বাড়ি চাঁদপুর থাকার 
সময়ের একটি দুঃসহ স্মৃতি,
সেদিন যখন চায়না কে পড়াতে যাই
ও হাঁফাতে হাঁফাতে এসে বলল
স্যার শুনেছেন শেখ হাসিনা কে বোমা মেরেছে
দেখবেন স্যার, একথা বলে টিভি রূমে নিয়ে যায়,
আজ থেকে পনের বছর পূর্বে
২০০৪ সালের একুশে আগস্ট
একটা স্বাধীন দেশের রাজধানীতে
সিটির প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু এভিনিউতে
বিভিষীকাময় গ্রেনেড হামলা
এক নৃশংসতম অধ্যায়
রাজনীতির এক ভয়াবহ  দূর্বৃত্তায়নের  ফল
গ্রেনেড বিস্ফোরণে রক্ত গঙ্গা বহমান
শেখ হাসিনা কে হত্যা চেষ্টা
রক্তাক্ত ছিন্নভিন্ন আইভী, চাঁদপুরের কুদ্দুস পাটোয়ারী
আহত হানিফ সুরঞ্জিত কাদের সহ আরও
প্রিয় সহযোদ্ধা দের আপ্রাণ চেষ্টা
আর আপন দেহরক্ষীর প্রাণের দামে
বিধাতার অশেষ করূনায় 
বেঁচে যান শেখ হাসিনা
ভাবতে অবাক লাগে এমন জঘন্য হামলা
অথচ সেদিন একজন অপরাধীও ধরা পড়েনি
জজ মিয়ার গ্রেপ্তার নাটক 
ঘটনার কুশীলবদের আড়াল করার ঘৃণ্য প্রচেষ্টা
শোকের মাসে ঘাতকেরা চেয়েছিল
 আরেকটি শোকের ইতিহাস তৈরি করতে
লক্ষ্যভেদ হয়নি বিধাতার ইচছাতে
অবশেষে পার পায়নি অপরাধী
চরম সত্যটাকে ঢেকে রাখা যায় না কিছুতেই।

এস ডি সুব্রত
কবি ও প্রাবন্ধিক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top