সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


দ্বিধা : মালিহা পারভীন


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২০ ২২:১৫

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৪৮

 

দ্বিধা হয় ছুঁয়ে দিতে
দ্বিধা চুমুতে,
হাতে হাত ধরা থাকে
দুই মেরুতে।

ভাইরাস মাঝখানে
তুলেছে দেয়াল,
রঙহীন ভালবাসা
উদাসী খেয়াল।

হাসি থাকে আড়ালেতে
চোখেতে ভাষা,
চেনা মুখ ঢাকা আজ
মুখোশে ঠাসা।

ছুটে চলা জীবনের
শংকিত দ্বন্দে,
কর্মের প্রয়োজনে
অচেনা ছন্দে।

এইভাবে রাত দিন
কেটে যায় দ্বন্দে,
কাছে থেকে দূরে থাকা
ভাল আর মন্দে। 

 

ডা: মালিহা পারভীন
কবি ও কথা সাহিত্যিক

সেগুনবাগিচা, ঢাকা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top