ঝিম দুপুরে নিদারুন তৃষা : মালিহা পারভীন
প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২০ ২২:০৩
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:২০
বিবশ দুপুরে স্মৃতিভ্রষ্ট ঘুঘুরা ডাকে
কল্লোলিত পাতা দোলে শুন্যতায়।
ফাগুন হাওয়া ফিরে ফিরে যায় ,
ঘুনেপোকা লিখে স্মৃতি কাব্য।
নীরবতা ফেরি করে বিশুদ্ধ হাহাকার,
গোপন প্রনয় কপালে রাখে উষ্ণ হাত।
ভালবাসা, ঘৃণা, উপেক্ষা মিলেমিশে
চুমু খায় খেয়ালি দীর্ঘশ্বাসে।
শুন্য ঘাটে কাঁপে একাকী খেয়া,
তোমার অচেনা বিলাস ভাসে অচেনা সুখে।
তোমার মুছে যাওয়া নাম, রমনীয় ভুল
বেজে ওঠে স্মৃতি কিন্নরে।
তুমি, আমি, আমাদের ভুলগুলি
ঝ'রে পরে টুপটাপ নির্ঘুম রাতে,
স্মায়ু আঁধারে সুরভিত চিৎকার
বাজায় সিম্ফনি ক্লান্তিহীন ।
গোপন চিবুকে ঝরে অভিমান,
নিদারুন তৃষা জেগে উঠে কোলাহলে,
ঝিম দুপুরে ডাকে ঘুঘু -
ডেকে যায়।
ঝিম দুপুর আর ঘুঘু
ডেকে যায়, ডেকে যায় ।
মালিহা পারভীন
কবি ও কথা সাহিত্যিক
ঢাকা, সেগুনবাগিচা
বিষয়: মালিহা পারভীন
আপনার মূল্যবান মতামত দিন: