শান্তির মশাল : রঞ্জনা রায়


প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২০ ২২:০৩

আপডেট:
২৯ সেপ্টেম্বর ২০২০ ২২:৫১

 

শঙ্কা সামনে এসে দাঁড়ায়
শালগ্রাম শিলা সাজানো আছে কুলুঙ্গিতে
ভোরের প্রথম আলোয় কাটছে অন্ধকার
মসজিদে আজানের সুর বাজে।
সবাই ভুলেছে সবার কথা
অশনি গহ্বরে বিষন্ন নীরবতা
ভূস্বর্গের বুকে কালরাত্রির নিঃশ্বাস
উদ্ধত বেয়নেট আর ছরারার উল্লাস।
বিপদ আসছে রন্ধ্রে রন্ধ্রে উইপোকা বাসা বাঁধে
স্বেচ্ছাচার আর ধর্মে-ধর্মে হিংসার দাবানল
ফ্যাসিবাদ আজ জাঁকিয়ে বসেছে রাষ্ট্রের যাঁতাকলে
বিবেকবোধের স্বপ্ন ঘুড়ি মাঝপথে কাটা পড়ে।
শান্তির মশাল জ্বেলে নিতে হবে
মানুষের অনুরাগে মানুষের শুভ কাজে
যুদ্ধ ভুলে বিভেদ ভুলে এগিয়ে চলেছি
আমরা মানুষ আমরাই সৃষ্টিকর্তা।  

 

রঞ্জনা রায় কলকাতা
পশ্চিমবঙ্গ, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top