সময়ের কসরৎ : শাহান আরা জাকির পারুল
প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২০ ২২:৫৬
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৭:৪৯

সময়টা খুব বেরসিক এক ক্ষয়ে যাওয়া দীপ্ত প্রহর,
কি এতো অহংকার এ কণ্টকমালা পরে গিলছো জহর!
ওঠে দিগন্তে উছলিয়া মরীচিকা প্রান্তর,
নাচে কেয়া,দোলে মালতির পুড়ে যাওয়া অন্তর!
দেহে বল নাই মনে সুখ নাই
চোখে নাই ঘুম,
নিদারুন কষ্টে দিনরাত একাকার বিষাদ এর চলে ধামধুম!
সময়,সে এক বল্গা হরিণ
মায়াবী চোখে ইশারায় কাঁপুনি,
যাচ্ছে চলে যাক যে নিয়মে
চায় সে নিভৃত যাপনই!
নাই নেশা কোন তিলোত্তমাসম অন্ধ দুচোখ জোড়া,
কি যে চায় জানেনা মিছেই
দেউলিয়া বিবাগে শুধু জ্বালা পোড়া!
নন্দন দৃষ্টি জুড়ে চলে বিনত কসরৎ নিত্য ভ্রান্তি ঠেলে,
ধরিত্রী অপরূপা শ্যামল মহিমায় দেখি দুচোখ মেলে!
শাহান আরা জাকির পারুল
নাট্যকার, লেখক ও গবেষক
বিষয়: শাহান আরা জাকির পারুল
আপনার মূল্যবান মতামত দিন: