মননের স্বাধীনতা : শাকিলা নাছরিন পাপিয়া


প্রকাশিত:
১২ নভেম্বর ২০২০ ২১:০২

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:২৬

 

অনেক তো হলো 
এবার ধাক্কা দেবার রুদ্র রোষে জাগো।
অলংকারে নুয়ে পড়া তনু
তেলাপোকার ভয়
রঙ মেখে সঙ সেজে দৃষ্টি নন্দনের আয়োজন
আর কতোকাল?

ঘাড় মটকাবার দৃঢ় প্রত্যয়ে
নপুংসক করার দীপ্ত শপথে
কামনার্ত চোখ উপড়ে দেবার শক্তিতে
মননের স্বাধীনতায় জেগে ওঠো নারী। 

 

শাকিলা নাছরিন পাপিয়া
শিক্ষক ও কলামিস্ট

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top