তোমার জন্য স্বাধীনতা : রওশন আরা রুশনী


প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২০ ২২:১২

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:২৫

 

মা তোমার জন্য
শুধু তোমার জন্য একটি যুদ্ধ
জয় করেছি একটি দেশের স্বাধীনতা,
তোমার হাসি, ভালবাসা,
তোমার মুখের শব্দগুলো আমার ছিল।

২৫ মার্চের কালরাত্রি।
প্রবল ঝড়ে তোমার সাজানো বাগান তছনছ।
অস্ত্র কিংবা যুদ্ধ জাহাজ ছিলনা তো
ছিল তোমার ভালবাসার নীল অবরোধ
প্রত্যাঘাত করে যুদ্ধ করে,
স্বপ্ন দেখে, দেশকে স্বাধীন করলাম
সারা পৃথিবী অবাক হলো
কুর্নিশ করলো।

মা, তোমার জন্য
শুধু তোমার জন্য জয় করেছি একটি যুদ্ধ
একটি দেশের স্বাধীনতা।

 

রওশন আরা রুশনী
কবি ও সাহিত্যিক এবং অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষিকা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top