ভালোবেসে বসন্তকে : টুটু রহমান
প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৪৩
আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২১ ২০:১২
ফাগুন এলেই প্রকৃতির রঙ
কেমন করে জানি বদলে যায়
বাতাসে ছড়ায় ফুলের ঘ্রাণ
চারিদিকে যেন নতুন প্রাণ
আমি খুঁজি হারানো কৈশোর
যেথায় ছিলো কোকিলের সুর
গাছে গাছে ফোঁটে পলাশ শিমুল
মনের গহীনে ভালোবাসার ফুল
আজও উঁকি দেয় করি ভুল
প্রকৃতির খেয়ালে হই যে উদাস
হৃদয়ে আবেগের রঙের আভাস
ভালো লাগে প্রকৃতি ফুল পাখি
মন চায় ভালোবেসে বসন্তকে
চিরকালের জন্য বুকে ধরে রাখি।
টুটু রহমান (মোহাম্মদ হাসিবুর রহমান)
সাবেক উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন
বিষয়: টুটু রহমান
আপনার মূল্যবান মতামত দিন: