তোমাকেই দিয়ে যেতে চাই : রওনক খান


প্রকাশিত:
৫ মে ২০২১ ১৯:৪৮

আপডেট:
১১ মে ২০২১ ০২:০২

ছবিঃ  : রওনক খান

 

যুক্তি অকাট্য, 
চোখের তারায় নেই বিচ্ছুরিত রোশনাই
তীর্যক দৃষ্টি বিলীন ফ্যাকাসে কোটরে
সুদূর বিম্বোষ্ঠের নির্ঝর কলতান
পরাভূত সময়ের কাছে।

অতি প্রাচীন পলির স্তরে থমকে গেছে
ললাটের মসৃন ভূমি 
যুক্তি অকাট্য যুবঃ,

তবু তুমি জানতে পারনি
মনের জমিনে আজও ফোটে অজস্র বকুল
সেখানে সরস ভূমিতে  আরক্ত কৃষ্ণচূড়া 
ডালে ডালে দোল খায় ফিঙ্গে বুলবুলি
শিস দেয়, সুর ভাঁজে মল্লার, 
বসন্ত বাহার। 

ঋতু বদলায়, অতীত পলির স্তর 
ভেঙ্গে চুরচুর। 
নব বরষায়, আবারও শ্যামল ভূমি
যে শস্যদানা আপনি ছড়িয়ে যাই, 
সেথা হতে জেগে ওঠে হরিৎ জমিন। 
হেমন্তে নতুন ধানের গন্ধে যেন মহুয়ার ঘ্রাণ, 
পরাজিত কালের বৈভব মৌতাতে অধীর। 

তোমাকেই দিয়ে যাব সব, 
এইসব স্বপ্নের ভূমি, 
অবারিত মানব জমিন, 
সবুজ, শ্যামল ফুল্ল অন্তর 
তুমি শুধু পরম্পরায় বেঁধে রেখ তারে
আমারই রেখে যাওয়া দলিলে 
তোমার নবীন দিন।

 

এই লেখকের অন্যান্য লেখা


বিষয়: রওনক খান


আপনার মূল্যবান মতামত দিন:


Top