মুনিয়া পাখি : শাহনাজ পারভীন
প্রকাশিত:
৫ মে ২০২১ ১৯:৫৫
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:১৫

তোমার তো সাধ ছিল চিল হতে রোজ!
তোমার তো সাধ ছিল উড়িবার তরে
একটুও নিয়েছো খোঁজ ছিল কি সে ডানা?
কেউ কি শিখিয়ে তা, করেছিল মানা?
মুনিয়া পাখি শোনো,
অকারণ করেছিলে কিচিরমিচির!
তুমি তো পোষ মানা ডানা পাখি নও--
তবু কেনো খাঁচা রেখে উড়িবারে চাও;
শিকারী থাবায় পড়ো অসম অচির?
মুনিয়া মনি জানো,
শিকারীর তীরে থাকে বিষ মাখা রাগ
হজম করিতে তুমি তাহা অপারগ।
শিকারী তো ঠিক দেখো মসনদে বসে
সুখটান দেয় ফের তীর ভালোবেসে!
ড. শাহনাজ পারভীন
কবি, কথাসাহিত্যিক, প্রিন্সিপাল, তালবাড়ীয়া ডিগ্রি কলেজ, যশোর
বিষয়: ড. শাহনাজ পারভীন
আপনার মূল্যবান মতামত দিন: