তালপাতার পান্ডুলিপি : রওনক খান
প্রকাশিত:
১৫ জুন ২০২১ ১৯:২৫
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:২০

বাঁধা জোয়ালে হঠাৎ লেগেছে হাওয়া
ক্লান্তি আমার, শ্রান্তি আমার ও গো
জাবর কাটছ অতীত দিনের গেহে।
সেখানে এখন মাচায় ধরেছে ঘুণ,
কুমড়ো লতা কেটেছে অযুত কীটে,
শূন্য গোয়াল, গোষ্ঠে চরেনা ধেনু,
দীঘির জলেতে দুলে যায় শৈবাল
শাল্মলী শাখা পুড়েছে দারুন তাপে।
ছাতিম ফুলেরা প্রাচীন গন্ধে ঘুমায়,
বকুল আকীর্ণ পথটি এবং অশ্বত্থ ছায়ায়,
সহজ শর্তে বাস করে দূর্বায়।
বাঁধা জোয়ালে হঠাৎ লাগুক হাওয়া
নবায়ন হোক ধীরে।
সংসারী ডাক পিছু পড়ে থাক,
তামাদি কথার ভীড়ে।
বিষয়: রওনক খান
আপনার মূল্যবান মতামত দিন: