মৃত্যুঞ্জয়ী শেখ মুজিবুর রহমান : শাহান আরা জাকির পারুল
প্রকাশিত:
১১ আগস্ট ২০২১ ২১:০৯
আপডেট:
১৪ আগস্ট ২০২১ ২২:০৯

আকাশ যখন মেঘ করে,বৃষ্টি ঝরে ঝম ঝমাঝম ঝর ঝর
কত্ত রকম ঝর ওঠে যে কেউ রাখে না তার খবর,
অন্যরকম তাণ্ডব ঝর এসেছিল দেশ জুড়ে
ছেলে বুড়ো, শিশু কিশোর পালিয়েছিল অন্তঃপুরে
দেশ থমথম, গা ছমছম ভয়াল হায়েনা দিল হানা
হঠাৎ হোল বারুদ বৃষ্টি ছিলনাতো কারো জানা!
দিগবিদিগ ছুটছে সবাই মানুষ পশু একসাথে
বিভীষিকার,সেই কঠিন ভয়াল রাতে,
সম্ভ্রম দিল মা বোনেরা, রক্ত দিল বাবা সন্তান
বজ্রকন্ঠের উদ্দিপনায় বলি দিয়েছে লক্ষ প্রান!
সবাই জানি সেই কণ্ঠটি ছিল কাহার
কি ছিল ঐ কণ্ঠে তাহার,
এমন মধুর বজ্রকণ্ঠ ছড়িয়েছিল দেশময়
স্বাধীনতার শ্রেষ্ঠ সে ডাক বিশ্বে কভু হবেনা ক্ষয়!
যতই আসুক তাণ্ডব কিম্বা গোলাবারুদের হিংস্রসুর,
শক্তি দেবে, প্রেরণা দেবে মৃত্যুঞ্জয়ী শেখ মুজিবুর!
শাহান আরা জাকির পারুল
নাট্যকার, লেখক ও গবেষক
বিষয়: শাহান আরা জাকির পারুল
আপনার মূল্যবান মতামত দিন: