তুমি নেই : শাকিলা নাছরিন পাপিয়া
প্রকাশিত:
১৭ আগস্ট ২০২১ ১৯:০১
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:০৭
তুমি নেই,
কেউ রাখে না হাত ধর্ষিতার মাথায়৷
মা বলে সম্বোধনে
মুছে দেয় না গ্লানির অনল৷
তুমি নেই,
ষোলো কোটি মানুষ এক হয় না
দাঁড়ায় না কেউ কারো পাশে
বিচ্ছিন্ন দ্বীপ যেন প্রত্যেকে৷
তুমি নেই,
বটবৃক্ষের ছায়া নেই
কাঁদবার জন্য প্রশস্ত বক্ষ নেই
পথ দেখাবার পথিক নেই৷
দুই হাজার বিশ সালের কোনো এক শুভ ক্ষণে,
পূনর্জন্মের প্রতীক্ষায় তোমার৷
ক্রান্তিকাল পার করছি,
অকৃতজ্ঞ,পথহারা আমরা৷
বিষয়: শাকিলা নাছরিন পাপিয়া
আপনার মূল্যবান মতামত দিন: