শরৎ এলো : শাহান আরা জাকির 


প্রকাশিত:
৭ অক্টোবর ২০২১ ২১:১৭

আপডেট:
৯ অক্টোবর ২০২১ ১৯:৪৭

ছবিঃ শাহান আরা জাকির 

 

আমার সাথে বাস করে এক বুনো হরিণী 
আপন মনে ঘুরে বেড়ায় 
খোঁজতো করিনি 
কখনো সে পাহাড় ঘেঁষে মুক্ত তাহার পায়ে 
নাচের তালে লেপ্টে থাকে
নীল পাহাড়ের গায়ে!

রিমঝিমিয়ে বৃষ্টি হঠাৎ আকাশ ভেঙে নামে 
দুষ্টু হরিণ ভিজে ভিজে 
মনের কোনে থামে 
নদী যখন উথাল পাথাল 
ভীষণরকম ঢেউ তুলে 
আমার হরিণ ছুটে বেড়ায় 
সেই সে নদীর কূলে!

দারুন গরম মাঠ খানখান 
গ্রীষ্ম ঋতু এলে 
বর্ষা এসে ডুবিয়ে দেয় 
গ্রীষ্ম চলে গেলে 
একে একে ঋতুর খেলা নানান রূপে আসে 
হরিণটি মোর সেই খেলা যে দারুন ভালোবাসে!

ছয় ঋতুর এই নয়নমোড়া 
আমার সোনার দেশে 
হরিণ আমার ছুটে বেড়ায় 
নানানরকম বেশে 
শিঙ উঁচিয়ে হরিণ শাবক 
গুচ্ছ কাশের বনে 
ছুটছে সদাই রংবেরঙে কতইনা তার ঢঙে!

আকাশ যখন নীলে নীলে 
ভরে চোখের ধারে 
আমিও তখন ছুটে চলি 
কে আর ধরতে পারে 
ক্ষনে ক্ষনে মেঘ বৃষ্টির খেলা যখন চলে 
শরৎ এলো হরিণ আমার  কানে কানে বলে!

 

শাহান আরা জাকির পারুল 
নাট্যকার, লেখক ও গবেষক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top