অবহেলিত দুর্গা : বানীব্রত
প্রকাশিত:
১২ অক্টোবর ২০২১ ০১:২৬
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:১৬
দুর্গা আমার জীর্ণ বস্ত্রে ঘোরে দ্বারে দ্বারে
বাবুর দুর্গা নতুন বস্ত্রে মন্ডপে মন্ডপে।
পার্বতী আজ ঢাক বাজিয়ে ফেরে পুজো শেষে
পার্বতীর মেয়ে রানি নতুন কাপড়ে আনন্দে মাতে।
পাড়ার ছেলেরা পুজোর সময় রানির পেছনে লাগে,
রানি বলে, মা যে আমার ফিরবে পুজোর পরে।
আমার দুর্গার জিভ যে আধেক কাটা
তোমার দুর্গার মন্ডপেতে রক্তচক্ষু আঁকা,
প্রিয়াঙ্কা নির্ভয়ারা মরে অসুরের হাতে,
মাগো তোমার হাতে অসুরেরা মরে ছিলো কবে।
তোমার ত্রিনয়ন কি শুধুই পটে আঁকা রবে?
বানীব্রত
পশ্চিম বঙ্গ, ভারত
বিষয়: বানীব্রত
আপনার মূল্যবান মতামত দিন: