শরতের শিখা : প্রণব মজুমদার


প্রকাশিত:
১২ অক্টোবর ২০২১ ২০:২৯

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:১৬

 

মনের আকাশে খুঁজেছি তোমাকে
অবসরের ফাঁকে, ধলেশ্বরীর বাঁকে,
আকাশের গায়, রৌদ্রতাপের পাতায়।
তৃষার্ত হরিণ যেমন হরিণীকে খোঁজে!
তরায়, অতি খরায় চিকচিক বালুচরে
শশকের মতো প্রাণপণে দৌড়ে তরুঘরে।
মেঘের ভেলার মতো শুভ্র আনন্দ কাশবনে
তোমার স্পর্শ ছোঁয়ায় হেঁটে হেঁটে ক্লান্ত আমি!

শরতে দেবীর আগমনের মতো শব্দ
ঢাকের মতো আমি হয়ে যাই সশব্দ!
এতোদিন কোথায় ছিলে আলোর শিখা?
দেবীর মতো দাও দীপ্তি, বিনিময় তৃপ্তি।
আড়ালে থেকো না আর, এখানে অন্ধকার!
আমিও শরতের পুজারী, তুমি আলোর দিশারি।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top