হিংস্রতার প্রতি ভয় নেই, ভয় প্রেতাত্মায় : আবু আফজাল সালেহ
প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২১ ২০:৫০
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:৩১

আমার চারদিকে হিংস্রতার ছায়া
কি কারণ, তা জানি না
ঈর্ষাকে ক্লান্ত, পরাস্ত করতে পারঙ্গম আমি।
কাচের মতো চুরমার হয়ে ভাঙার,
চামচ ভরা বিষ, যন্ত্রণা সয়েছি যে অনেকবারই
ভয় নেই এসবে,
ভয় প্রেতাত্মার, শুভাকাঙ্ক্ষীদের
আড়ালে-আবডালে হাসে যারা তাদের।
তথাকথিতরা তো এমনই হবেই --কুচ-পরোয়া নেই
পাশের লোকের যে কান ভাঙিয়ে দেয়
এখানেই তো ভয় ঘাপটি মেরে থাকে
তাই, হিংস্রতায় ভয় নেই মোটেও
প্রেতাত্মায় ভয় চরম ভয় হয়।
সামনের, খাঁজের কণ্টক সরিয়ে
সফল হতে ভয় পেতে নেই একটুও।
বিষয়: আবু আফজাল সালেহ
আপনার মূল্যবান মতামত দিন: