অবশেষে : শাকিলা নাছরিন পাপিয়া
প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২১ ০০:৫৯
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:০৩

শান্ত জলে ঢেউ তুলতে
কেন ফিরে আসা অবেলায়!
তোকে তো কবেই বিসর্জন দিয়েছি
বুড়ীগঙ্গার শান্ত জলে৷
এখানে মানুষ শূণ্য প্রেতের নগরী
প্রেমহীন, বোধহীন যন্ত্রের জীবন।
তেল, নুন আর সবজির হিসেবে
টিকে থাকার অনন্ত সংগ্রাম।
আলো ঝলমল গাঢ় আঁধারে
ক্রমশঃ নিমজ্জিত ঠাঁইহীন অতলে।
অবশেষে সুরঞ্জন--
প্রতিযোগিতার সিঁড়ি ভেঙ্গে এগিয়ে যাই
গন্তব্যহীন গতিময় পথে।
শাকিলা নাছরিন পাপিয়া
শিক্ষক ও কলামিস্ট
বিষয়: শাকিলা নাছরিন পাপিয়া
আপনার মূল্যবান মতামত দিন: